তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নওগাঁয় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ১১ মার্চ]
নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্র নওগাঁ প্রাঙ্গনে প্রশিকা বিদ্যানিকেতনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে প্রশিকার পরিচালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম রবিন শীষ, প্রশিকার পরিচালক জি আজম, রিজুওয়ানুস শামীম রাজীব, উপ-পরিচালক হারুন অর রশিদ প্রমুখ।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৯মার্চ থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রশিকা বিদ্যানিকেতনের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এসময় প্রধান অতিথি বলেন ১৯৭৬সালে প্রতিষ্ঠিত প্রশিকা দেশের প্রতিটি মানুষের মাঝে প্রাথমিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে ১৯৯৬সাল থেকে প্রশিক্ষা শিক্ষা কার্যক্রম শুরু করেছিলো। পরবর্তিতে লক্ষ্য অর্জিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়। মানবিক ও নৈতিক শিক্ষাকে বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রশিকা পরীক্ষামূলক ভাবে নওগাঁতে চালু করেছে প্রশিকা বিদ্যানিকেতন। যদি এই বিদ্যানিকেতনের কার্যক্রম আশারূপ হয় তাহলে আগামীতে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম শুরু করা হবে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই