তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে কবাডি প্রতিযোগিতা শুরু

গৌরীপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবাডি প্রতিযোগিতা শুরু
[ভালুকা ডট কম : ২০ মার্চ]
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার (২০ মার্চ) থেকে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা। গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি আনুষ্ঠানিকভাবে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) গোলাম মাওলা, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

আব্দুল্লাহ আল মামুন জানান, এ কাবাডি প্রতিযোগীতায় এ উপজেলার পৌরসভা ও ১০টি ইউনিয়ন থেকে ১১টি কাবাডি দল অংশগ্রহন করেছে। ২৬ মার্চ বিকেল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

খেলাধুলা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই