তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

তুমি আছো অনুভবে

তুমি আছো অনুভবে
[ভালুকা ডট কম : ০৮ জুন]
তুমি আছো মিশে আমার অনুভবে!
আকাশের ঐ নীল সীমানা যেমন দিগন্তে মাটির সাথে মিশে যায়!
তেমনি তুমিও যে মিশে আছো আমার কল্পনাতে।
সাঁঝের বেলায় দিন রাত্রী যেমন একসাথে মিশে যায়!
তেমনি তুমি আছো মিশে আমার স্মৃতিতে।

গ্রামের মেঠুপথ যেমন সুদূরে সবুজ প্রকৃতির সাথে মিশে আছে!
তেমনি তুমিও আছো মিশে আমার নয়ন জুড়ে ।  
অঝর ধারায় বৃষ্টি নেমে যেমন মাটির বুকে মিশে যায়!
তেমনি তুমিও যে আছো মিশে আমার অনুভবে।

কবি তাঁর কবিতার ভাষায় যেমন পাঠকের মন ছুঁয়ে যায়!
তেমনি তুমার না বলা কথা গুলোও আছে মিশে আমার স্বপ্নে।  
বসন্তের আগমনে কোকিলের সুর যেমন প্রকৃতিতে ভালোবাসা ছড়িয়ে যায়!
তেমনি তুমিও আছো জড়িয়ে আমার ভালোবাসায়।  

ঝরনার চঞ্চল বারিধারা যেমন সমুদ্রের জলে মিশে যায়!
তেমন করে তুমিও আছো মিশে আমার অস্তিতে।
হয়ত একদিন তুমিও যাবে চলে!
তবুও এভাবেই মিশে থাকবে তুমি, আমার অনুভবে।

বার্তা প্রেরক,লেখিকা              
শারমিন আক্তার ছন্দা



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই