তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় বাল্য বিয়ে শূন্যের কোটায় আনতে হবে-ইউ এন ও

ভালুকায় বাল্য বিয়ে শূন্যের কোটায় আনতে হবে-ইউ এন ও
[ভালুকা ডট কম : ২৭ মে]
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বাল্য বিয়ে রোধে বিভিন্ন মহলের সর্বাত্নক সহযোগীতা কামনা করে এর পরিধি শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান জানান।

তিনি বলেন ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, বাল্য বিবাহ প্রতিরোধ, বিবাহ মুসলিম/হিন্দু তালাক/বিচ্ছেদ রেজিষ্ট্রেশন এবং স্বামী স্ত্রী পৃথক বসবাস সম্পদ ও সম্পত্তিতে নারীদের অধিকার, ফতুয়া, মানবাধিকার লঙ্গন জর্ণিত ঘটনা প্রতিরোধে এসিড নিক্ষেপ, ধষর্ন, নারী ও শিশু পাচার রোধে সামজিক সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন বেসকারী সাহায্য সংস্থার পাশাপাশি সমাজের সচেতন মহলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ দুপুরে ভালুকা শহরের কাঠালীতে ব্র্যাক এরিয়া কার্যালয়ে আয়োজিত ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩২ বৎসর বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক হুমায়ন কবির, জেলা কর্মকর্তা অর্পন কুমার সরকার, ব্র্যাক কর্মকর্তা এস এম মসিউর রহমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্বা কাজিম উদ্দিন আহম্মেদ, হালিমুন্নেছা চৌধুরানী মেমুরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, বিবাহ নিবন্ধক মাদরাসা সুপার মোহাম্মদ আলী, লিগ্যাল এইড কর্মকর্তা ইসরাত জাহান, নারী নেত্রী মেঘলা আক্তার লিলি, ভালুকা প্রেস ক্লাকের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল আউয়াল ঢালী ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক।

মতবিনিময় সভায় সমন্বয় করেন ব্র্যাক ভালুকা এরিয়া ব্যবস্থাপক অসিম কুমার চক্রবর্তী। মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধমীয় নেতা, মসজিদের ইমাম, মাদরাসার সুপার, ইউপি সদস্য, নির্যাতিতা নারী, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি গন অংশ গ্রহন করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই