তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নজরুল জন্মজয়ন্ত্রীয় সমাপনী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক

নজরুল জন্মজয়ন্ত্রীয় সমাপনী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক
[ভালুকা ডট কম : ২৭ মে]
ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার প্রতিটি লাইনে লাইনে বড় বড় দার্শনিক তথ্য রয়েছে। তিনি যেমন বিদ্রোহী কবি ছিলেন তেমনি ছিলেন মানবতার কবি সাম্যের কবি। সত্যানগ্রহ সত্যের সন্ধান করেছেন কবি নজরুল সব সময় ।  সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের আয়োজনে রোববার কবির  ১১৯ তম নজরুল জন্ম জয়ন্তির সমাপনী  দিবসের আলোচনা সভায় সভাপতির  বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোস্তাফিজুর রহমান,ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান প্রমুখ। স্বারক বক্তব্য রাখেন বিশিষ্ট ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অপর দিকে নজরুল একাডেমীতে  নজরুলমেলায় উপচে পড়া ভীড় লক্ষ করাগেছে।ক্রেতাদের মধ্যে মহিলাদের ভীড়বেশী ।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই