তারিখ : ২০ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় প্রধান শিক্ষিকা লাঞ্ছিত

ভালুকায় প্রধান শিক্ষিকা লাঞ্ছিত
[ভালুকা ডট কম : ১৭ মার্চ]
ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ১১৪নং বিরুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাঞ্ছিত হওয়া অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে প্রতিষ্ঠানের অফিস কক্ষে শনিবার সকালে।

জানাযায়,দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মাঝে প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়টি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন সকালে স্কুলের সভাপতি মোঃ শাহীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিমুরাণী মালোর সাথে বঙ্গবন্ধুর জন্মদিন পালন দিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানের অন্যান্য বিষয় নিয়ে দু’জনের প্রচন্ড বাক-বিতন্ডা থেকে শাহীন উত্তেজিত হয়ে শিমু রাণীকে দিকে চড় মারা জন্য উদ্যত হয়। এ সময় উপস্থিত শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিমুরাণী মালো বলেন,স্কুলের সভাপতি শাহীনূর স্লিপের টাকা তাঁর ব্যক্তি হাওলায় রেখে প্রতিষ্ঠানের জন্য খরচ না করা সহ বিভিন্ন ঘটনা নিয়ে তাঁর সাথে প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চলে আস ছিলো। ঘটনার দিন তিনি স্কুলে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালজ করে চর মারতে এসে এবং লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দেয়।

স্কুলের সভাপতি শাহীন বলেন, প্রধান শিক্ষিকা ঠিক মতো প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে পাঠ দান না করায় ও বঙ্গবন্ধুর জন্ম দিন পালনের জন্য কমিটির সদস্যগণকে অবগত না করায় কথা কাটাকাটি হয়। আমরা দুজনেই কথা কাটাকাটি করে উত্তেজিত হয়ে গিয়ে ছিলাম।

বিরুনীয়া ক্লাস্টারের উপজেলা সহকারী (প্রাঃ) শিক্ষা অফিসার আয়েশা বেগম বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কান্না করে আমাকে মোবাইল ফোনে করে বলেন,সভাপতি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই