তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে বিজয় দিবস অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে দুই স্কুল ছাত্রকে ছুরিকাঘাত

ছোট ভাই বলে ডাকা দেওয়ার অপরাধে
গফরগাঁওয়ে বিজয় দিবস অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে দুই স্কুল ছাত্রকে ছুরিকাঘাত
[ভালুকা ডট কম : ১৬ ডিসেম্বর]
শনিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিজয় দিবস অনুষ্ঠান স্থল ডেকে নিয়ে দুই স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে অন্য স্কুলের ছাত্ররা।আহতরা হল-গফরগাঁও ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিয়াদ(১৪) ও রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র জসিম উদ্দিন।তাদের মধ্যে রিয়াদকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়,গফরগাঁও ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস অনুষ্ঠান চলাকালে রিয়াদ ও জসিমকে ডেকে নেয় জন্মেজয় গ্রামের গোলাম মোস্তফা ছেলে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র প্রান্ত ও তাঁর বন্ধুরা।তাদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে জসিমকে ছুরিকাঘাত করেন প্রান্ত।এসময় রিয়াদ ঘটনার প্রতিবাদ করায়  তাকেও বুকের বাম পাজরে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় প্রান্ত।খোঁজ পেয়ে পুলিশ ও অনুষ্ঠানে আসা লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত জসিম উদ্দিন জানান,প্রান্ত ও রিয়াদ তারা সকলেই গফরগাঁও হাসপাতাল সংলগ্ন একই এলাকায় বসবাস করেন।শুক্রবার বিকেলে প্রান্তকে ছোট ভাই বলে ডাকেন রিয়াদ।তাকে ছোট ভাই ডাকার কারণে রিয়াদের প্রতি ক্ষুদ্ধ হন প্রান্ত।আর এ কারণেই বিজয় দিবস অনুষ্ঠান স্থল থেকে তাদের দুই জনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন প্রান্ত।প্রান্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিনের শ্যালক বলে জানা গেছে।

গফরগাঁও উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমেনা খাতুন মিতা জানান,রিয়াদের অবস্থা আশংকাজন।তার বুকের বাম পাজরে ছরিকাঘাতের ফলে ফুসফুসের জখম হয়েছে।=এব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান,এঘটনায়  পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই