তারিখ : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় নির্মাণ কাজে বাঁধা, হামলা ও ভাংচুর

ভালুকায় নির্মাণ কাজে বাঁধা, হামলা ও ভাংচুর
[ভালুকা ডট কম : ১৫ ডিসেম্বর]
ভালুকায় এক প্রকৌশলীর জমিতে নির্মাণ কাজ করার সময় কাজে বাঁধা, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে পতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পৌরসভার ২নং ওয়ার্ড বাসষ্টেন্ড এলাকায়। এঘটনায় জমির মালিক অবঃ প্রকৌশলী গোলাম মোস্তফা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, অবঃ প্রকৌশলী গোলাম মোস্তফা ভালুকা মৌজায় ১২২২ নং দাগে ১০.১২ শতাংশ জমি নিয়ে পৌরসভার একই এলাকার তানভীর আহাম্মেদ গংদের সাথে বিরুধ চলে আসছিল এঘটনায় গোলাম মোস্তফা পৌর মেয়রের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পৌর মেয়র ৩ সদস্যের একটি কমিটি গঠন করে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন। পৌর মেয়রের ৩ সদস্য বিশিষ্ট কমিটি তানভীরের বাবা নুরুল হককে গোলাম মোস্তফার জমি বুজিয়ে দেওয়ার নির্দেশ দেন। তানভির গং রা তা অমান্য করে উল্টো গোলাম মোস্তফার কাছে জমি বুঝিয়ে দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দেওয়াতে বুধবার রাতে গোলাম মোস্তফা ওই জমিতে নির্মাণ কাজ শুরু করলে তানভিরের নেতৃত্বে জুসনা রানী হক, ছায়েম মিয়া সহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী দা, লাঠি, হকিষ্টিক নিয়ে ইটের ভাউন্ডারী ওয়াল ভাংচুর করে এ সময় টিন সেড বাসার ভেড়া ও চালা ভাংচুর করিয়া ৭০ হাজার টাকা ক্ষতি সাধন করেন।

জমির মালিক অবঃ প্রকৌশলী গোলাম মোস্তফা জানান আমার কাছে তানভিরের বাবা জমি বিক্রি করে। আমার ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজ করতে গেলে তানভিরের নেতৃত্বে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ওই চাঁদার টাকা না দেওয়াতে আমার নির্মাণ কাজে বাঁধা দিয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। অভিযুক্ত তানভিরের মোবাইল ফোনে বার বার ফোন দিয়ে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই