তারিখ : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁওয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ ছাত্রলীগ নেতাসহ আহত-৬

গফরগাঁওয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ ছাত্রলীগ নেতাসহ আহত-৬
[ভালুকা ডট কম : ১৪ ডিসেম্বর]
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগনেতাসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি বাজারের বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও সাবেক এমপি ক্যাপ্টেন(অব)গিয়াস উদ্দিন আহাম্মেদ সমর্থকদের মধ্যে ধাওয়া পাণ্টা ধাওয় ও সংঘর্য়ের ঘটনা ঘটেছে।এসময় সংঘর্য়ে আহত হয়েছেন টাঙ্গাব ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল,যুগ্ন-আহবায়ক আলমগীর,স্থানীয় আওয়ামীলীগ নেতা খানে সবুর,ব্যবসায়ী আশরাফ উদ্দিন,আব্দুল গণি, ও নাছির আহাম্মেদ।

জানাযায়,আগামী ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার পাগলা থানাধীন সাহেব আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও সাবেক এমপি ক্যাপ্টেন(অব)গিয়াস উদ্দিন আহাম্মেদ সমর্থকরা।বিজয় দিবসে একই স্থানে দুই পক্ষের আলোচনা সভা আহবানকে কেন্দ্র করে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার বিরাজ করে আসছিল গত কয়েকদিন ধরেই।

টাঙ্গাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন সাগর জানান,মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বারইহাটি বাজারের বিজয় র‌্যালী বের করে টাঙ্গাব ইউনিয়ন আওয়াীলীগ।এসময় সাবেক এমপি ক্যাপেটন গিয়াস উদ্দিন আহাম্মেদের কতিপয় সন্ত্রাসী জামায়েত বিএনপির লোকজন নিয়ে র‌্যালীতে হামলা চালায়।

সাবেক এমপি গিয়াস উদ্দিন সমর্থক মানিক মিয়া দাবি করে বলেন,বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান সফল করতে প্রচারপত্র বিতরণ কালে বারইহাটি বাজারে তাদের সমর্থকদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা।পাগলা থানা ওসি মোখলেছুর রহমান জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই