তারিখ : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে শালিহর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গৌরীপুরে শালিহর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
[ভালুকা ডট কম : ১৪ ডিসেম্বর]
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শালিহর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর থানার ওসি (তদন্ত) যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান তারিকুজ্জামান, শহীদ পরিবারের সদস্য সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন।

উক্ত কর্মসূচীতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন খান, গিয়াস উদ্দিন, ফজলু মিয়া, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম মুক্তি, আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার ইশতিয়াক আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার জান্নাত-এ-হুর, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, সহনাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহি দাস আচার্য্য, সহকারি শিক্ষক গোবিন্দ বণিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ, পৌর শাখার সভাপতি সাধারণ সম্পাদক উজ্জল কুমার চন্দসহ স্থানীয় সাংবাদিক ও যুগান্তর স্বজন সমাবেশের নেতৃবৃন্দ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই