তারিখ : ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নজিপুর ব্লু-স্কাই ব্যান্ডের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

নজিপুর ব্লু-স্কাই ব্যান্ডের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
[ভালুকা ডট কম : ০৬ ডিসেম্বর]
নওগাঁর পত্নীতলায় “গানে গানে-এই ক্ষণে” এই প্রতিপাদ্য সামনে রেখে নজিপুর ব্লু-স্কাই ব্যান্ডের এক যুগ পূর্তি উদযাপন ২০১৭ উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নজিপুর পাবলিক মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) নজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও নজিপুর ব্লু-স্কাই ব্যান্ডের সভাপতি মিলটন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পত্নীতলা সার্কেলের এএসপি তারেক জোবায়ের,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, পত্নীতলা থানা ওসি মাজহারুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝরণা, নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, নজিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, নওগাঁ বরেন্দ্র রেডিও এর নাজনীন নাহার সিমু।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শিল্পী আকবর আলী, নজিপুরের গর্ব বাংলাদেশ টেলিভিশন ও বেতার সংগীত শিল্পী ও ব্লু-স্কাই ব্যান্ডের প্রতিষ্ঠাতা শিল্পী পান্না, ব্লু-স্কাই ব্যান্ডের সাধারণ সম্পাদক বাদ্যবাজক শ্রী তুষার, ব্লু-স্কাই ব্যান্ডের গিটারিস্ট ইমরান হোসেনসহ অন্যান্যরা। এসময় এলাকার সাংস্কৃতিক প্রেমি ও সাধারণ জনতারা অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা হইতে রাত্রি সাড়ে ১২ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে উপভোগ করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই